উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন
উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ঠাকুরগাঁওয়ে। আজ বৃহস্পতিবার মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনটি।
এবার ঠাকুরগাঁও সদরে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় শহরের সবচেয়ে বড় ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। প্রায় ৩০ হাজার লোকের সমাগমে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন জেলা বড় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।
এ সময় পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. আশরাফুল ইসলাম শান্তি কামনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ অদায় করেন। নামাজ শেষে ছোট-বড় সবার মাঝে কুশল বিনিময় করেন।
এ ছাড়া জেলার পাঁচ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।