নাটোরে শিশু অপহরণচেষ্টা, যুবককে ধরে গণধোলাই
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা বটতলা এলাকায় সিয়াম (৭) নামের এক শিশুকে অপহরণের চেষ্টা হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ফয়সাল নামের সন্দেহভাজন এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু সিয়াম খাজুরা বটতলা এলাকার আকরাম হোসেনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, গতকাল সন্ধ্যায় সিয়ামকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন যুবক। এ সময় সিয়ামের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ফয়সাল নামের একজনকে ধরে ফেলে। তবে অন্যরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ফয়সালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি আরো জানান, অপহরণচেষ্টার সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।