রিকশাকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় চন্দন সরকার (৩৫) নামের রিকশার এক আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন সদর উপজেলার গড়েয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও রোড থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি শহরের গোবিন্দনগর এলাকায় রিকশায় থাকা চন্দনকে ধাক্কা দেয়। ওই সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে চন্দন নিহত হন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো বলেন, দুর্ঘটনার পর বেশ কিছু সময় রাস্তায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।