ভাষাসৈনিক আবদুল হামিদ সরকারের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক ও সাংবাদিক মরহুম আবদুল হামিদ সরকারের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
এ উপলক্ষে বাদ জুমা চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা কবর জিয়ারত করেন।
আবদুল হামিদ সরকার ১৯৯৯ সালের ১৫ জুলাই লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চাটমোহর পৌর এলাকার মধ্যশালিখার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঁশপত্রের সম্পাদক ও দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের বাবা।