ঠাকুরগাঁওয়ে বর্ষামঙ্গল উৎসব অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো লোকায়ত বর্ষামঙ্গল উৎসব।
প্রতিবছরের মতো এবারও আজ শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে লোকায়ন জীবন-বৈচিত্র্য জাদুঘরের রবীন্দ্র মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান, ইউএনডিপির প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পরিচালক (প্রশাসন) সেলিমা আখতার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু প্রমুখ।
উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষার কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হয়।