যশোরের সাংবাদিক শামছুর রহমানের ১৬তম হত্যাবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমানের ১৬তম হত্যাবার্ষিকী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে আজ বেলা ১১টায় শামছুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলী দেয় যশোর প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকদের দুটি ইউনিয়ন, যশোর সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে যশোর প্রেসক্লাব অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার।
যশোর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদারসহ সাংবাদিক নেতারা।
১৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা।
২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় শামছুর রহমানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।