সমান সুযোগ পাচ্ছে না আ.লীগ, অভিযোগ সেতুমন্ত্রীর
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে ফেনী পিটিআই স্কুলমাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির দাবির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড যদি বলো তাহলে প্রচারণার মধ্যেও তো একটা সমতার ব্যাপার থাকতে হবে। এখানে কি সমতা থাকছে? বিরোধী দলের বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় যাবেন। তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী। তিনি নির্বাচনী প্রচারে যাবেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি তাঁর মন্ত্রিসভার সদস্যরা নির্বাচনে কোনো প্রকার প্রচারে অংশ নিতে পারবেন না। বাইরেও পারবেন না, ঘরেও পারবেন না। আর বেগম জিয়া ঘরেও পারবেন, বাইরেও প্রচার চালাতে পারবেন। তাঁর কোনো অসুবিধা হবে না। যদি বলেন সমান সমান সুযোগ। আমরা তো সমান সুযোগ সরকারি দল পাচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রীও পাচ্ছেন না। মন্ত্রীরাও পাচ্ছেন না। অথচ বেগম জিয়া পাচ্ছেন। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড যদি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি হলো কোথায়?’
বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে হরতাল-অবরোধ প্রত্যাহার করায় তাদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা আজকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। সিটি নির্বাচনে অংশ নেওয়ার সময়ই তাদের এই অবরোধ-হরতাল প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল। তার পরও বলব, বিলম্বে হলে তাদের যে বোধোদয় হয়েছে, এটা যেন সাময়িক কৌশল না হয়, এটা যেন তাদের রাজনীতির বাস্তব কৌশল, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে যে কৌশল নেওয়া উচিত, সেই কৌশল যেন থাকে। তারা যেন এই কৌশলটাকে আমার সুবিধামতো লোক দেখানো সাময়িক কৌশল, এই পথ অবলম্বন না করে, তারা যেন রাজনীতিটাকে মানুষের মনের ভাষায় বাস্তবতার পথে নিয়ে আসেন।’
বাংলা নববর্ষ উপলক্ষে মন্ত্রী বলেন, অতীতের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।