উৎসবমুখর পরিবেশে খুলনায় বর্ষবরণ
উৎসবমুখর পরিবেশে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় বাংলা নববর্ষ পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জজকোর্ট প্রাঙ্গণের আমতলায় উদীচী শিল্পীগোষ্ঠী বর্ষবরণের গান গেয়ে দিনের কর্মসূচি শুরু করে। অনুষ্ঠানে সব বয়সের নারী-পুরুষ নতুন পোশাক পরে উপস্থিত ছিলেন।
উদীচী শিল্পীগোষ্ঠী খুলনার সভাপতি সুখেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে গানে গানে, কবিতায় আর নৃত্যে বর্ষবরণ করা হয়।
সকাল ৯টায় নগরীর শিববাড়ী মোড় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যালের মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান, বিভিন্ন স্কুলের ডিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। শোভাযাত্রায় বাংলার বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি বহন করা হয়।
এ ছাড়া আওয়ামী লীগ, খুলনা সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোভাযাত্রা আর নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করছে। তবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কারাগারে থাকায় খুলনা মহানগর বিএনপি এবার নববর্ষ পালন করবে না বলে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন।
বর্ষবরণকে কেন্দ্র করে নগরীর কয়েকটি পার্কে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।