নাটোরে আনসারউল্লাহর সদস্য সন্দেহে একজন আটক
নাটোরের সিংড়া থেকে আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ ও কয়েকটি ধর্মীয় বই উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাতে পুলিশ উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক করে।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালায়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেন বলে দাবি পুলিশের।