রানীশংকৈল ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও মানববন্ধন করেন। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রানীশংকৈল ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কলেজ চত্বর থেকে উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে শহর ঘুরে ইউএনও কার্যালয় ঘেরাও করে। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, কলেজে সাড়ে চার হাজার শিক্ষার্থী। শিক্ষার মান শতভাগ থাকা সত্ত্বেও কলেজটিকে জাতীয়করণ করা হয়নি। অবিলম্বে প্রধানমন্ত্রী বিষয়টি সুদৃষ্টি দিয়ে কলেজটিকে জাতীয়করণ করবেন বলে আশা প্রকাশ করা হয়। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।