পলাতক তিনজনের মালামাল ক্রোকের আদেশ
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলার চার আসামির জামিন নাকচ ও পলাতক তিন আসামির মালামাল জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে মামলার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন নির্ধারণ করেন বিচারক।
এর আগে কড়া নিরাপত্তায় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করে পুলিশ। আইনজীবীরা কারাগারে থাকা আসামি আবদুল আলী বাগাল, তাঁর ছেলে রুবেল ও জুয়েল এবং ভাতিজা আরজুর জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নাকচ করেন।
একই সঙ্গে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন পলাতক আসামি বাবুল, উস্তার ও বিলাল মিয়ার মালামাল ক্রোকের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন এবং মালামাল ক্রোক করে তা আদালতকে জানানোর জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।
কারাগারে থাকা মামলার অপর আসামি সায়েদ মিয়ার জামিন আবেদন করা হয়নি। তাঁর আইনজীবী অ্যাডভোকেট রহমতে এলাহী জানান, হাইকোর্টে তাঁর জামিন আবেদন করা হবে।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চার শিশু হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন।
গত ১২ ফেব্রুয়ারি বিকেলে চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর বাড়ির অদূরে বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।