২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নেমে আসবে : সেতুমন্ত্রী
আগামী ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাড়িচালকদের অসচেতনতা আর প্রশিক্ষণের অভাবে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে।
সেতুমন্ত্রী আরো বলেন, আগামী তিন-চার বছরের মধ্যে সড়ক দুর্ঘটনার হার অর্ধেকে নামিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তা ছাড়া সড়ক মন্ত্রণালয়ে স্বচ্ছতা আর দুর্নীতি কমাতে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।