ঠাকুরগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ এক ‘জঙ্গি’ আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরয়া গ্রাম থেকে গুলি ও অস্ত্রসহ সাহেবজান (২০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটক সাহেব জান জঙ্গিদলের সঙ্গে জড়িত।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার ফারহাত আহাম্মেদ সাংবাদিকদের জানান, আটক সাহেবজান একজন জঙ্গি। তাঁর কাছ থেকে তিন রাউন্ড গুলি, নাইন এমএম পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার ফারহাত আহাম্মেদ সাংবাদিকদের জানান, ‘গতকাল রাত সাড়ে ১০টায় হরিপুর উপজেলার ওই গ্রামে নিজ বাড়ি থেকে সাহেবজানকে (২০) আটক করা হয়।
ফারহাত আহাম্মেদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে আটক সাহেবজানকে সাংবাদিকদের সামনে হাজির করানো হয়নি। তবে পরে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।