সালিশে লোকজনের ওপর ট্রাক, একজন নিহত
বান্দরবান শহরের হাফেজঘোনা গাজী দোকান এলাকায় সালিশের সময় ট্রাকের চাপায় সুমন বাঙ্গালী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সুমন বাঙ্গালী হাফেজঘোনার প্রয়াত সুরুজ আলী বাঙ্গালীর ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে রুবেল ও আজগর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের নাম জানা যায়নি।urgentPhoto
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে হাফেজঘোনা গাজী দোকান এলাকায় সালিশে বসেছিল স্থানীয় লোকজন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে ছয়জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নেওয়ার পথে সুমন বাঙ্গালীর মৃত্যু হয়।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।