বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল খোন্দকার মনির আযম মুন্নুকে আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। মনির বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাসিন্দা ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াৎ জানান, গত সোমবার বালিয়াকান্দি থানার সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মনির এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে।এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।