জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন
ঠাকুরগাঁও সরকারি কলেজ, শিবগঞ্জ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জঙ্গি হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মণ্ডল, শিবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আলী ডা. আবু মোহাম্মদ খায়রুল কবির ও অনেকে।
এ সময় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও কর্মচারীরা উপস্থিত ছিলেন।