ভারতের গরু না এলে সীমান্তহত্যা হবে না
বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ভারত থেকে গরু না এলে আমাদের লোকজন সীমান্ত অতিক্রম করবে না। এতে সীমান্তে হত্যা হবে না।
আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবির ৬০তম ব্যাটালিয়নের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবির মহাপরিচালক এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘ভারত থেকে পাচার হয়ে অনেক গরু আসে আমাদের দেশে। ভারত থেকে এসব গরু না এলে আমাদের লোকজন সীমান্ত অতিক্রম করত না। এতে সীমান্তে হত্যা হবে না। আমরা চাই, আমাদের দেশে গরুর খামার বৃদ্ধি পাক। ভারত থেকে যদি গরু না আসে আমাদের দেশে গরু উৎপাদন বৃদ্ধি পাবে। গত কোরবানির ঈদেই তা দেখা গেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাহলে গরুতে কেন স্বয়ংসম্পূর্ণ হব না?’
বিজিবির মহাপরিচালক জানান, জঙ্গি ও মাদক চোরাচালান দমনে দুই দেশের সীমান্ত বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকর্তার দিক থেকে বিজিবি বিশ্বের যেকোনো সীমান্তরক্ষী বাহিনীর সমকক্ষ।’
এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুল করিম, উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা, উপমহাপরিচালক কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, নব গঠিত ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।