ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
ঠাকুরগাঁওয়ে শারীরিক প্রতিবন্ধীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শারীরিক প্রতিবন্ধীদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে শারীরিক প্রতিবন্ধীদের সমাবেশ ১৪০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।