ঠাকুরগাঁওয়ে মিড ডে-মিল কার্যক্রমের উদ্বোধন
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কাস্তোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে-মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হূমায়ূন খালিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারেছ উদ্দিন, পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম।
এ সময় সচিব কাস্তোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করে মিড ডে মিলের উদ্বোধন করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু করে সুনাম অর্জন করেছেন। ফলে বিদ্যালয়গুলোতে দিন দিন শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হূমায়ূন খালিদ ভোমরাদহ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন এবং পীরগঞ্জ উপজেলা শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।