শাবিতে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়ার সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা আজ বুধবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের বৈঠক শেষে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে ড. মুহম্মদ জাফর ইকবাল, ড. ইয়াসমিন হক, ড. ইউনুস, মোস্তাবুর রহমানসহ আন্দোলনরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা বলেন, ‘এই উপাচার্যের অপসারণ ছাড়া আমরা আমাদের অবস্থান থেকে পিছু হটব না। উপাচার্যের অপসারণের দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।’
শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন। উপাচার্য তাঁদের পদত্যাগপত্র গ্রহণ না করে মঙ্গলবার ফরেস্ট্রি বিভাগের প্রধান নারায়ণ সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সংলাপ কমিটি গঠন করেন।
এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পরদিনই মানববন্ধন করলেন আন্দোলনরত শিক্ষকরা।