দুর্বৃত্তদের হামলায় আহত মাদ্রাসাশিক্ষকের মৃত্যু
দুর্বৃত্তদের হামলায় আহত বরগুনার আমতলী উপজেলার মাদ্রাসাশিক্ষক শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁর মৃত্যু হয়।
নিহত শহীদুল গাজীপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে আমতলী যাওয়ার পথে চাওড়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় আটকে শহীদুলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে তাঁর বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে শহীদুলের পরিবারের সদস্যরা দাবি করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবারই চালিতাবুনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বাহাদুর, ইয়াকুব, কাওসার ও মাহাতাবকে গ্রেপ্তার করা হয়েছে।