তন্নীকে কেউ খুন করেনি, দাবি জাপা নেতার
খুলনার বহুল আলোচিত সারাহ ফারগুশান তন্নীকে কেউ হত্যা করেনি। তিনি আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তন্নীর শ্বশুর জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য আবদুল গাফফার বিশ্বাস। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনেও তন্নী আত্মহত্যা করেছে বলে লেখা হয়েছে।
লিখিত বক্তব্যে আবদুল গাফফার বিশ্বাস বলেন, তাঁর ছেলে সোহেল বিশ্বাসের স্ত্রী তন্নী গত ৭ এপ্রিল রাতে স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেন। এই সময় তাঁদের বাসায় তন্নীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ঘটনার রাতে উভয় পরিবারের সম্মতিতে তন্নীর ময়নাতদন্তের পর দাফন করা হয়। পরে তন্নীর মা শামীমা আক্তার সংবাদ সম্মেলন করে দাবি করেন, তন্নীকে হত্যা করে পরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে তিনি বাদী হয়ে তাঁর ছেলে সোহেল বিশ্বাস ও মেয়ে ইতিমনির নামে আদালতে মামলাও করেছেন।
আবদুল গাফফার বিশ্বাস আরো বলেন, ‘তন্নীর মা আজ মেয়ের জন্য মায়াকান্না করলেও চার বছর বয়সী তন্নীকে ফেলে রেখে তিনি অন্যের ঘরে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন তিনি মেয়ের কোনো খোঁজখবর নেননি।’
সংবাদ সম্মেলনে আবদুল গাফফার বিশ্বাসের দুই মেয়ের জামাই ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস এবং ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু উপস্থিত ছিলেন।
তন্নীকে খুন করা হয়েছে দাবি করে বিভিন্ন মানবাধিকার সংস্থা এরই মধ্যে নগরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।