যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোর শহরে আবদুল গফফার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে।
নিহত আবদুল গফফার শহরের শেখহাটি বাবলাতলা এলাকার আবদুল জব্বারের ছেলে। তিনি শহরের শেখহাটি ঢাকা রোড এলাকার ফরেন ফার্নিচার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী এনটিভি অনলাইনকে জানান, বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে গফফারের সাথে প্রতিবেশী কাঞ্চন ও তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পরপরই কাঞ্চন ও তাঁর স্ত্রী পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের আটক করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গফফারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।