ঠাকুরগাঁওয়ে নারীসহ স্কুলশিক্ষক গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান (৪৮) ও এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিক্ষকসহ ওই নারীকে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা করা হয়।
বিদ্যালয়ের নৈশপ্রহরী জালাল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশ থেকে খুলে স্কুলের পতাকাটি অফিসকক্ষে রাখতে যান তিনি। এ সময় এক নারীকে অসংলগ্ন অবস্থায় অফিসকক্ষের চেয়ারে বসে থাকতে দেখে ভয়ে চিৎকার দেন তিনি। চিৎকার শুনে ওই নারী দৌড়ে অফিসকক্ষের শৌচাগারে ঢুকে যান। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। লোকজন ওই নারীকে শৌচাগারের দরজা খুলতে বলেন। কিন্তু ওই নারী দরজা খুলতে অস্বীকৃতি জানান।
প্রত্যক্ষদর্শী এনামুল, সাজুসহ একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান শিক্ষক আবদুর রহমান বিদ্যালয়ে গেলে ওই নারী শৌচাগারের দরজা খুলে দেন। ওই সময় প্রধান শিক্ষকের চেয়ারে নারীর ওড়না, মেঝেতে বিছানো মাদুরের ওপর তাঁর পোশাক পড়ে থাকতে দেখেন তাঁরা।
এ বিষয়ে হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামানসহ স্থানীয় জনতাকে ওই নারী বলেন, দুই থেকে আড়াই মাস আগে প্রধান শিক্ষক আবদুর রহমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরই সূত্র ধরে সোমবার দুপুরে তাঁকে ফোন করে আসতে বলেন আবদুর রহমান। তাই তিনি সোমবার বিকেল ৫টার দিকে বিদ্যালয়ে যান। পরে প্রধান শিক্ষক তাঁকে বিদ্যালয়ে রেখে বাইরে যান।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, আবদুর রহমানসহ এক নারীকে বিদ্যালয়ের কক্ষ থেকে আটক করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁদের নামে মামলা করা হয়েছে।
স্কুল কমিটির সভাপতি খলিলুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ মঙ্গলবার সকালে তিনি থানায় গিয়ে দুজনের সঙ্গে দেখা করেন। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ পাওয়া যায়।