ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে গৃহবধূ খুন
বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভীন বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। তাঁরা হলেন নিহত পারভীনের স্বামী শহীদুল ও প্রতিবেশী আশিরুল। তাঁদের মধ্যে গুরুতর আহতাবস্থায় আশিরুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর শহীদুলকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী সাদ্দাম হোসেন, তসলিম ও হালিম জানান, বসতভিটার তিন শতক জমি নিয়ে বিষ্ণুপুরের শহীদুলের সঙ্গে একই এলাকার নবাব ও দুলালের বিরোধ চলছিল। তিন-চার দিন ধরে এ নিয়ে ঝগড়াও চলছিল তাঁদের। আজ সকালে শহীদুলের স্ত্রী পারভীন বাড়ির পাশে ওই বিরোধপূর্ণ জমিতে ছাই ফেলতে যান। ওই সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে আটক করে কয়েকটি চড়-থাপড় দেয়। এর একপর্যায়ে তারা পারভীনকে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনা শুনে স্বামী শহীদুল ও আরেক প্রতিবেশী আশিরুল ঘটনাস্থলে যায়। প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এতে আহত হন শহীদুল ও আশিরুল।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গুরুতর আহতাবস্থায় পারভীনকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।