গাছ কাটতে বাধা, সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা
যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার সকালের এ ঘটনার পর সন্দেহভাজন খুনিদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ লোকজন।
নিহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ (৪৮) ও সামছুর রহমান বুদু (৩৮)। আহত কৃষক আসগর আলী (৫৩), আসদার হোসেন (৩২), হাফিজুর রহমান (৪৫), বাবু (১৪) ও হুজোকে (৩২) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এনটিভি অনলাইনকে বলেন, বৃহস্পতিবার রাতের ঝড়ে রঘুনাথপুর গ্রামের সড়কের কিছু গাছ ভেঙে পড়ে যায়। গ্রামের নাশির উদ্দিন নাশু, আলাউদ্দিন ও ফুলছোদ্দিন আজ সকালে দা-কুড়াল নিয়ে ওই গাছ কাটতে যান। সরকারি গাছ হওয়ায় তা কাটতে বারণ করেন সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ। তিন ভাই উত্তেজিত হয়ে আবদুল্লাহর মাথায় ও ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। এ সময় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে তিন ভাই তাঁদের ওপরও হামলা চালায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে সামছুর রহমান বুদু নামের একজনের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘আমরা এখনো কাউকে আটক করতে পারিনি। দ্রুততম সময়ে মামলা হবে। আটকের জন্য আমরা স্থানীয়ভাবে অফিসার ফোর্স নিয়োগ করেছি। দুটি লাশ বর্তমানে যশোর মেডিকেলে আছে।’