পাড়াতলীতে কবি শামসুর রাহমানকে স্মরণ
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে কবি শামসুর রাহমানের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ বুধবার সেখানে কবি-সাহিত্যিকদের মিলনমেলা বসে। আলোচনা সভা, স্মৃতিচারণা, আবৃত্তি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মিলনমেলায় দেশ বরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিক ও কবির স্বজন, ভক্ত অনুরাগী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে পাড়াতলীতে কবির বাড়ির পাশেই কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকালে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণা ও কবিতা আবৃত্তি। কবির ভ্রাতুষ্পুত্র ও কবি শামসুর রাহমান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিকুর রাহমানের সভাপতিত্বে পাড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী কবির জীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, কবির স্মৃতি ধরে রাখতেই এই ফাউন্ডেশন করা হয়েছে।
বাদ জোহর কবির বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।
বিকেল পর্বে ছিল কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও কবিতা আবৃত্তি। আলোচনায় অংশ নেন ব্যারিস্টার তৌফিকুর রাহমান, কবির ঘনিষ্ঠজন সাংবাদিক সালেহ চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের সম্পাদক ড. মুহাম্মদ সামাদ, কবি মুহাম্মদ সামর্থ্য, পুত্রবধূ টিয়া রহমান। আবৃত্তি করেন দীপিতা রাহমান।
আলোচকরা বলেন, শামসুর রাহমান ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। শিক্ষার্থীদের কবিতার চর্চার ভেতর দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে তুলতে হবে। তাহলেই নতুন প্রজন্ম জঙ্গিবাদকে প্রতিহত করে মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা রাখবে।
পরে ছিল কবির কালজয়ী কবিতাগুলোর আবৃত্তি।