নিউইয়র্কে গুলিতে নিহত ইমামের দাফন সম্পন্ন
আমেরিকার নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হবিগঞ্জের বিশিষ্ট আলেম ইমাম মাওলানা শাহ আলাউদ্দিন আখঞ্জীকে চুনারুঘাট উপজেলার গোছাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আমু রোড ঈদগাহ ময়দানে মরহুমের তৃতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে তাঁর আরো দুটি জানাজা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমাম আলাউদ্দিনের মরদেহ পৌঁছে। মরদেহের সঙ্গে আসেন মরহুমের স্ত্রী মিনা বেগম, কন্যা রিমা আখঞ্জী ও ছেলে তাজউদ্দিন আখঞ্জী।
ইমাম আলাউদ্দিনের মরদেহ প্রথমে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনা হয়। বিকেল সাড়ে ৩টায় সেখানে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুসল্লিদের ঢল নামে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি এসে জানাজায় যোগ দেন। জানাজার আগে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।
এ সময় মরহুমের কফিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম ফুলের তোড়া দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নিউইয়র্কে।
গত ১৩ আগস্ট (শনিবার) নিউইয়র্কে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে আততায়ীর গুলিতে সেখানকার আল-ফুরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আখঞ্জী ও মোয়াজ্জিন তারা মিয়া নিহত হন।
মোয়াজ্জিন তারা মিয়ার লাশ নিউইয়র্কে দাফন করা হয়েছে।