নুরুল হুদা মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
পাবনা জেলা বোর্ডের সাবেক সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান (এমডিবি) এবং পাবনার বেলকুচি উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক মরহুম নুরুল হুদা মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি জেলার বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম নুরুল হুদা এনটিভির পাবনা অফিসের স্টাফ রিপোর্টার এ বি এম ফজলুর রহমানের বাবা।