বাগেরহাটে খেলার মাঠে দোকান নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি খেলার মাঠে দোকান নির্মাণ করা নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন করা হয়েছে।
উপজেলা সদরের একমাত্র খেলার মাঠটি দখল করে বিপণিবিতান নির্মাণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে মাঠসংলগ্ন সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি পক্ষ মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রায় একই সময়ে একই স্থানে উন্নয়নের স্বার্থে মার্কেট নির্মাণের দাবিতে পাল্টা মানববন্ধন ও সমাবেশ করেছে রায়েন্দা পাইলট হাইস্কুল কর্তৃপক্ষ।
এলাকার লোকজন জানান, তিন দিন আগে রায়েন্দা বাজারের খেলার মাঠের পাশের সড়কসংলগ্ন এলাকায় রায়েন্দা পাইলট হাইস্কুল কর্তৃপক্ষ বিপণিবিতানের নির্মাণকাজ শুরু করে। জায়গাটি নিজেদের দাবি করে হাইস্কুল কর্তৃপক্ষ বিলাসবহুল বিপণিবিতান নির্মাণকাজ শুরু করলে উপজেলায় আলোচনা সৃষ্টি হয়।
ওই মাঠ দখল করার অভিযোগ এনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে খেলোয়াড়, সুশীলসমাজের নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাগেরহাট সরকারি পিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার আকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, আওয়ামী লীগ নেতা মেজবাহউদ্দিন খোকন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন নান্টু, ইউপি সদস্য ওয়াদুদ আকন, ইউপি সদস্য নাসিম তালুকদার, সাবেক ফুটবলার নাজমুল আহসান শিমুল প্রমুখ।
অন্যদিকে, উন্নয়নের স্বার্থে দোকান নির্মাণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পাল্টা মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দিন আকন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আবদুল আজিজ মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, শিক্ষক বদিউজ্জামান বাদল ও শাহীনুজ্জামান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হালদার প্রমুখ। বক্তারা খেলার মাঠের জমি রায়েন্দা পাইলট হাইস্কুলের নিজস্ব সম্পত্তি দাবি করে বলেন, উন্নয়নের স্বার্থে বিপণিবিতান নির্মাণের পক্ষে কথা বলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মণ্ডল বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে বিবদমান খেলার মাঠের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে বিদ্যালয়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে তা পর্যালোচনা করে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’