মাদক বিক্রির অভিযোগে গাইবান্ধায় একজন জেলে
গাইবান্ধায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে শহরের শাপলা মিল এলাকায় অভিযান চালিয়ে শুংশুংগির মোড়ে মান্না মিয়ার ভাড়া বাসা থেকে ৩২৫টি ইয়াবাসহ আটক করা হয় তাঁকে।
আটক মোমিনুল ইসলাম গাইবান্ধা শহরের মধ্য ধানঘড়া গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, মোমিনুল ইসলাম একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে মোমিনুল ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোমিনুলের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক (এএসআই) ফেরদৌস বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করলে আদালত আজ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।