মাস্টার মীর আবু তাহেরের মৃত্যুবার্ষিকী আজ
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাস্টার মীর আবু তাহেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর সোমবার।
এ উপলক্ষে আজ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দাউদপুরে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া গত শুক্রবার পারিবারিকভাবে উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তাঁর স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।