ছয় দফা দাবিতে শায়েস্তাগঞ্জে রেলপথ অবরোধ
আন্তনগর ট্রেনের টিকেটের কোটা বৃদ্ধি ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালুসহ ছয় দফা দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার সকালে সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আটকা পড়ে। আধঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. ছালেক মিয়া, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, প্রভাষক জালাল উদ্দিন রুমি প্রমুখ।
বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম দ্রুততম সময়ের মধ্যে টিকেটের কোটা বৃদ্ধিসহ অন্যান্য দাবি পূরণে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।