একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৫টায় জনগাঁও গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দগ্ধ হন পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), তাঁর স্ত্রী কেয়া রানী (৩৫), ছেলে নিলয় (১০), মেয়ে নাইস (১৫) ও শ্যালিকা স্বর্ণা রানী (২০)।
এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটিকেই আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা প্রশাসক আবদুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় নিহতদের লাশ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
ভোরে আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেননি কেয়া রানী আর তাঁর বোন সন্ধ্যা রানী। একটি কক্ষেই পুড়ে ছাই হয়ে যান তাঁরা। অন্য ঘরে থাকা খরেশ চন্দ্র, ছেলে নির্নয় ও মেয়ে নাইসকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে স্থানীয় ফায়ার সার্ভিস।
পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তিনজন।