জঙ্গিদের বাড়াবাড়ি বন্ধ হয়েছে : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, জঙ্গিদের বাড়াবাড়ি এখন বন্ধ হয়েছে। তবে এখনো যারা নানাস্থানে ঘাপটি মেরে আছে তাদের ধরা হচ্ছে।
আজ বুধবার পাবনার ঈশ্বরদী শেরশাহ রোডে নিজ বাসভবনের পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত লাঠিখেলা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার ভাষায় বলেছেন, ধর্মের নামে যারা ধর্মবিরোধী কাজ করে তাদের প্রশ্রয় দেওয়া হবে না। তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে তাদের দমন করা হবে। তিনি জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শরীফ আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি বলেন, বিভিন্ন স্বার্থান্বেষী সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে কুচক্রীদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি সন্ত্রাসীদের ঠাঁই হবে না- যতই হুমকি-ধমকি দেওয়া হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার চলবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি হিংসা-বিদ্বেষ ও জঙ্গিমুক্ত প্রেমময় সমাজ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।