রংপুরে অনুমোদনবিহীন মাদক নিরাময় কেন্দ্রে অভিযান, ৩ জনকে সাজা
রংপুরের মুন্সীপাড়ায় অনুমোদনবিহীন একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে জেল ও ২৪ জনকে উদ্ধার করেছেন। এ অভিযানে র্যাব ও পুলিশের যৌথ টিম অংশ নেয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর মুন্সীপাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে ‘নতুন জীবন’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) অভিযান চালায় পুলিশ। এ সময় লাইসেন্সবিহীনভাবে অবৈধ কর্মকাণ্ড চালানো, মাদকসেবীদের ওপর অমানুষিক নির্যাতন, অতিরিক্ত টাকা আদায়, অনুমোদনবিহীন ওষুধ সেবনসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্রের মালিক জাহাঙ্গীর আলমকে তিন মাস বিনাশ্রম দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই রিহ্যাবের ম্যানেজার মিজানুর ও কাউন্সিলর ছাইদুরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় ওই কেন্দ্রের আটক ২৪ জনকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় র্যাব ও পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন।