নিখোঁজের পাঁচদিন পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচদিন পর ঠাকুরগাঁওয়ে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে পীরগঞ্জের দরবগাজী পীরের মাজারের পূর্বপাশ থেকে হিমু আকতার (১২) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত হিমু পীরগঞ্জ উপজেলার জামতলী গ্রামের হোসেন আলীর মেয়ে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে দরবগাজী পীরের মাজারের পূর্বপাশে একটি ঝোপ থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়।
শিশুটির স্বজনরা জানিয়েছেন, গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে নিজের বাড়ি থেকে সে নিখোঁজ ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।