ছাঁটাইয়ের প্রতিবাদে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি
ছাঁটাইয়ের প্রতিবাদে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ চলছে।
আজ বুধবার সকালে আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিনে কাজে যোগ না দিয়ে মিটার রিডার ও মেসেঞ্জারসহ কর্মচারীরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
আন্দোলনের মুখে সমিতি কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটক বন্ধ করে দেন। ফলে কোনো গ্রাহক ওই অফিসে কোনো কাজে ঢুকতে পারছেন না। এ পরিস্থিতিতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতিতে বেআইনিভাবে কর্মচারী ছাঁটাই চলছে। অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এরই মধ্যে সারা দেশে তিন হাজার কর্মচারী ছাঁটাই করা হয়েছে। তাঁরা অবিলম্বে কর্মচারী ছাঁটাই বন্ধ ও কাজের চাপ কমানোর দাবি জানান।