রংপুরে বৃহস্পতিবার আধা বেলা হরতালের ডাক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার রংপুর জেলায় আধা বেলা হরতাল আহ্বান করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি ঘোষণা করেন রংপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি কাওছার জামান বাবলা ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু।
তবে কালকের হরতালের ব্যাপারে জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা কোনো মন্তব্য করতে রাজি হননি।