হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কামড়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ মে লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে বিজয়ী হন ভিংরাজ মিয়া। নির্বাচনী ফলাফলের পরপরই পরাজিত সদস্য প্রার্থী রেজাউল করিমের লোকদের সঙ্গে নির্বাচনী বিরোধের জেরে বিজয়ী প্রার্থীর লোকদের সংঘর্ষ হয়।
গতকাল বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনাটি নিষ্পত্তির জন্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এর জের ধরে আজ দুপুর ২টার দিকে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।