চারণ সাংবাদিক সফিউদ্দিনের মৃত্যুবার্ষিকী শনিবার
মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ, ভাষাসৈনিক ও চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী কাল শনিবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা শহরের পৌর মার্কেটের একটি অনলাইন নিউজ পোর্টাল কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব।
সফিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে কারাবরণ করেন। ২০০৯ সালের ২২ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।