শিক্ষককে গণপিটুনি দিয়ে জুতার মালা
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মেহেরপুরের এক সহকারী প্রধান শিক্ষককে পিটুনি দিয়ে, মাথার চুল কেটে, গলায় জুতার মালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় লোকজন ও ছাত্ররা। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে মুজিবনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, মুজিবনগরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার দশম শ্রেণির এক ছাত্রীকে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শৌচাগারের কাছে শ্লীলতাহানি করেন সহকারী প্রধান শিক্ষক। বিষয়টি কয়েকজন ছাত্রের নজরে এলে ওই শিক্ষক পালিয়ে যান। গতকালই ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে এর প্রতিকার দাবি করেন। শ্লীলতাহানির ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। আজ বুধবার সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে ঢুকলে স্থানীয় লোকজন ও ছাত্ররা তাঁকে ধরে পিটুনি দেয়। একপর্যায়ে বাজারের মধ্যে প্রকাশ্যে কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। সে সঙ্গে গলায় জুতার মালা ঝুলিয়ে বাজার ঘোরানো হয়। এ সময় শিক্ষককে জড়িয়ে ধরে জনরোষ থেকে রক্ষার চেষ্টা করেন তাঁর স্ত্রী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাল বৃহস্পতিবার সকালে ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়। কিন্তু তার আগেই এ ঘটনায় শিক্ষকরা হতবাক। বিদ্যালয়ের এই সম্মানহানির ঘটনায় তিনি কী করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না।
ঘটনাস্থল পরিদর্শন করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, ছাত্রী বা বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ওই শিক্ষককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।