ঠাকুরগাঁওয়ে লাঠির আঘাতে অটোরিকশাচালকের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল্লাহ আল মামুন (২৭) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মামুন নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে রতন নামের একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হলে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ফাঁকা স্থানে মামুনকে ডেকে নেয় প্রতিপক্ষের রতনসহ কয়েকজন। সেখানে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।