গাইবান্ধায় স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সুজন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাঘাটা-গাইবান্ধা সড়কে এই মানববন্ধন করা হয়।
স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-অভিভাবক ছাড়াও এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
মানববন্ধন চলাকালে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বক্তব্য দেন আনোয়ারুল হক দুলু, শাফিউল ইসলাম, আবদুল ওয়াহেদ ও মজদার আলী।
খোঁজ নিয়ে জানা যায়, কচুয়া হাইস্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্র তারা মিয়ার ছেলে সুজন পাশের গ্রামের জেনারুল ইসলামের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ঢাকায় পালিয়ে যায়। কিছুদিন তারা ঢাকায় আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে আসে। পরে মেয়ের পরিবারের লোকজন প্রেমের সম্পর্ক মেনে নেওয়ার কথা বলে ১৮ অক্টোবর বাড়ি থেকে ডেকে নিয়ে সুজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। আর এ ঘটনায় সাঘাটা থানার পুলিশ হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করে।