নূরজাহান বেগমের মৃত্যুবার্ষিকী আজ
গাজীপুর জেলা পরিষদ ও টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের মা নূরজাহান বেগমের ১০তম মৃত্যুবার্ষিকী আজ রোববার।
এ উপলক্ষে রোববার বাদ জোহর টঙ্গীর বড় দেওড়া হজরত শাহজালাল (রহ.) রোডে হাসান উদ্দিন সরকারের দাদার নামে প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়ায় উপস্থিত হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।