পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত
পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর নাম বাচ্চু।
গতকাল শুক্রবার রাতে স্বরূপকাঠী পৌর এলাকার ভূমি অফিসের কাছে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। এই পুলিশ কর্মকর্তার দাবি, বাচ্চুর সঙ্গীদের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে স্বরূপকাঠীর জগৎপট্টি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাচ্চুকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাত ২টার দিকে অভিযানে ভূমি অফিসের কাছে গেলে বাচ্চুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে বাচ্চু নিহত হন। এ সময় স্বরূপকাঠী থানা পুলিশের এসআই মামুন ও কনস্টেবল বাবুল আহত হন।
পিরোজপুর পুলিশ সার্কেল অফিসার আবদুল কাদের বেগ জানান, নিহত বাচ্চু উপজেলার আওড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। তিনি শিবিরকর্মী ছিলেন।
বাচ্চুর স্বীকারোক্তি অনুযায়ীই নেসারাবাদ এলাকায় দুটি ককটেল ও দুই বোতল পেট্রলসহ মাওলানা দেলোয়ার নামের একজনকে আটক করে পুলিশ। সার্কেল অফিসার আবদুল কাদের বেগ জানান, আটক দেলোয়ার জামায়াত নেতা।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, মাওলানা দেলোয়ার স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বাচ্চু নামের কাউকে তিনি চেনেন না।