‘নাটোরে নিখোঁজ স্কুলছাত্রীর কঙ্কাল উদ্ধার’
নাটোরে আখক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এটি পাঁচ মাস আগে নিখোঁজ স্কুলছাত্রী শম্পা খাতুনের বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, গত ২৯ মে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শম্পা খাতুন নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় শম্পার মা নাসিমা বেগম বাদী হয়ে মামলা করেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছিল। তবে তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি।
পুলিশ আরো জানায়, এ অবস্থায় গতকাল মঙ্গলবার শম্পার লাশের খবর জানিয়ে শহিদুলের বাড়িতে একটি চিঠি আসে। এতে প্রেরকের কোনো নাম ছিল না। বিষয়টি পুলিশকে জানালে আজ বিকেলে পুলিশ শম্পার বাড়ির পাশে কামারগাড়ি বিলের একটি আখক্ষেত থেকে মাথা ও হাড় উদ্ধার করে। এ সময় তথ্য গোপনের অভিযোগে জমির মালিক শহীদ ও তার মাকে আটক করে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, কঙ্কালের সঠিক পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।