হোসি কোনিও হত্যা : চার ‘জেএমবি সদস্য’ রিমান্ডে
রংপুরের পীরগাছা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে সাতদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে এই চার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিউল আলম।
এর আগে আজ ভোর রাতে গোলাগুলির পর রংপুরের শাহাবাজপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয় চার জঙ্গিকে। এঁদের মধ্যে বেলাল নামের একজন জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাসহ উত্তরাঞ্চলে জেএমবির মাস্টারমাইন্ড সাদ্দামের দীক্ষা-গুরু বলে দাবি করেছেন রংপুরের পুলিশ সুপার। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন-এরশাদ, আল-আমিন ও আশরাফুল।
পুলিশ সুপার জানান, এই চারজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি আলাদা মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে পরিত্যক্ত ওই ইটভাটায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানার সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ককটেল ছোঁড়েন জেএমবি সদস্যরা। পুলিশ পাল্টা গুলি চালালে জঙ্গিরা পলাতে শুরু করেন। পুলিশ ধাওয়া করে চারজনকে ধরতে পারলেও আরো চার-পাঁচজন পালিয়ে যান।