গাইবান্ধায় পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ইক্ষু খামারের জমি নিয়ে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ একজন মারা গেছেন।
গতকাল রোববার শ্যামল হেমব্রম কিসলু নামে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল করীম জানান, শ্যামল হেমব্রমের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটার সময় পুলিশ ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে নয় পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ শ্যামল হেমব্রম কিসলুকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।