বান্দরবানে মুক্তি পেলেন অপহৃত পাঁচজন
বান্দরবানের লামা উপজেলা থেকে অপহৃত পাঁচ ব্যক্তি ছাড়া পেয়েছেন। গতকাল শনিবার রাতে তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা তাঁদের মুক্তি দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মুক্তিপণের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপহরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযানে নামে। অবস্থান নিশ্চিত হওয়ার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়। মুক্তিপণের বিষয়টি সম্পূর্ণ গুজব। কোনো ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।
মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা ও জিপ গাড়ির মালিক নাছির উদ্দিন (৪২), গাড়ির চালক মোহাম্মদ ইব্রাহিম (৩১) ও তাঁর সহকারী মোহাম্মদ রুবেল (২৬), এবং লামার ফাসিয়াখালীর বাসিন্দা মংচাই মারমা (৩৪) ও মংপ্রু মারমা (২৮)।
স্থানীয় লোকজন জানায়, অপহরণকারীরা মুক্তিপণ বাবদ অপহৃতদের পরিবারের কাছে নয় লাখ টাকা দাবি করেছিল। আলাপ-আলোচনার মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত পাঁচজনকে ছাড়িয়ে আনা হয়েছে।
ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, অপহরণের পর সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করে। শুনেছি মোটা অঙ্কের মুক্তিপণ দেওয়ার পরই অপহৃতদের ছেড়েছে সন্ত্রাসীরা।
গতকাল শনিবার ১৬ মে ফাসিয়াখালী-চকরিয়া সড়কের ফকিরাখোলা এলাকায় অস্ত্রধারী পাঁচ-ছয়জন সন্ত্রাসী নাছিরের জিপ গাড়ির গতিরোধ করে তাঁকেসহ পাঁচজনকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।